দেশজুড়ে

বড় ভাইয়ের সামনে পানিতে ডুবে গেল ছোট ভাই

সাতক্ষীরার তালা উপজেলার মালোপাড়ায় পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল বিশ্বাস মালোপাড়ার সুমন বিশ্বাসের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুই বছর বয়সী যমজ দুই ভাই রাহুল বিশ্বাস ও রোহিত বিশ্বাস। দুই ভাই এক সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির আঙ্গিনায় থাকা পুকুরে গোসল করতে নামে ছোট ভাই রাহুল বিশ্বাস। পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় রাহুল। বড় ভাই রোহিত বিশ্বাস তখন পুকুরের পাশেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে রাহুলের মরদেহ পাওয়া যায়।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস