দেশজুড়ে

বাঁশঝাড়ে বৃদ্ধের নিথর দেহ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা সদরের উত্তরপাড়া থেকে অধীর চন্দ্র মুরারি (৫৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তরপাড়ার চিত্ত দত্তের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি শরীফ সলঙ্গা গ্রামে।

পরিবারের লোকজন জানান, সোমবার সন্ধ্যায় অধীর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়িতে ফেরেনি। সকাল ১০টার দিকে বাঁশঝাড়ের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সলঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিষপান করে আত্মহত্যা করে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/এমএস