বিনোদন

ভাইরাল হলো সানির ভাংড়া নাচের ভিডিও

ইনস্টগ্রামে নতুন একটি নাচের ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। ভিডিওটিতে অন্যরকম এক নাচ দেখিয়েছেন সানি। শনিবার মুম্বাই বিমানবন্দরে ধারণ করা এই ভিডিও প্রকাশ করেছেন সাবেক পর্নস্টার।

ভিডিওতে দেখা যাচ্ছে, সানি তার দলের সাথে পাঞ্জাবি গানের সঙ্গে ভাংড়া নাচ করছেন। মেহেদীর গান ‘বোলো তারা রারা’ গানে নাচছেন তিনি। সানিকে দেখে শেষ পর্যন্ত তার দলের অন্য সদস্যরাও নেচেছেন এই গানে। একই সঙ্গে এই ভিডিওটি পোস্ট করে, সানি লিখেছেন যে, তিনি এবং তার দল পাগলামি করতে পারলে আর কিছু চান না।

আর তাদের এই পাগলামির ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সানির এমন নাচ এর দেখেনি কেউ।

      View this post on Instagram

Yes we are silly!! @sunnyrajani @pearlmediaco @yusuf_911 @jeetihairtstylist Cameron and @tomasmoucka

A post shared by Sunny Leone (@sunnyleone) on Sep 15, 2018 at 3:19am PDT

প্রসঙ্গত, সম্প্রতি সানির জীবনী নিয়ে একটি ওয়েব সিরিজ প্রকাশিত হয়েছে। ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’- নামের এই ওয়েব সিরিজ নিয়ে বেশ চর্চাও হয়েছে। করণজিত্ কউর থেকে সানি লিওন হওয়ার নেপথ্য কাহিনীই তুলে ধরা হয়েছে এই ওয়েব সিরিজে। প্রথব পর্বের সাফল্যের পর শুরু হতে চলছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বও।

এমএবি/এলএ/এমএস