পরনের টিশার্ট ও স্যান্ডেল হাতে নিয়ে কান্নাকাটি করছেন আর শীতলক্ষ্যা নদীতে পাগলের মতো শিশু পুত্র হানিফকে (৬) খুঁজে বেড়াচ্ছেন তার বাবা-মা। তাদের আর্তনাদে নদীর তীরের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লক্ষণখোলা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নিখোঁজ শিশুর বাবা রিকশাচালক আলম মিয়া ও তার স্ত্রী গার্মেন্টকর্মী রেহানা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা নদীর তীরেই হানিফের পরনের টিশার্ট ও পায়ের স্যান্ডেল খুঁজে পান।
এর আগের সোমবার দুপুরে বন্দর উপজেলায় লক্ষণখোলা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে হানিফ নিখোঁজ হয়। স্থানীয়রা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় শীতলক্ষ্যায় শিশু কিশোর যুবক বৃদ্ধসহ অনেকেই গোসল করে আবার অনেকেই খেলা করে। ধারণা করা হচ্ছে অন্যদের মতো শিশু হানিফও পরনের জামা কাপড় ও স্যান্ডেল তীরে রেখে নদীতে নেমে নিখোঁজ হয়।
নিখোঁজ হানিফের বাবা আলম মিয়া জানান, সোমবার দুপুর থেকে হানিফ নিখোঁজ। মঙ্গলবার সকালে তার পরনের টিশার্ট ও স্যান্ডেল নদীর তীরে পাওয়া যায়। এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি করছে। হানিফকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তিনি সন্তান নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করেনি।
শাহাদাত হোসেন/আরএ/পিআর