আগামী মাসে সৌদি আরবের রিয়াদে ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। উত্তেজনাকর এ ম্যাচের আগে একই শহরে ইরাকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে মিশরের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে এটি এখনো নিশ্চিত হয়নি। চলতি সপ্তাহেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
অক্টোবরের ১৬ তারিখ মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ‘সুপার ক্লাসিকো’ ম্যাচটি। সে ম্যাচের আগে একই ভেন্যু রিয়াদে মাসের ১২ তারিখে ইরাকের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বর্তমান ফিফা র্যাংকিংয়ে ৮৯তম অবস্থানে রয়েছে ইরাক।
এসএএস/জেআইএম