বিশ্ব শান্তি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে র্যালিটি দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। জেএমআই গ্রুপ এ র্যালিটির আয়োজন করে।
বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি দিবসের র্যালির উদ্বোধন করেন জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও এমডি মো. আব্দুর রাজ্জাক।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা মনে করি, শান্তি প্রতিষ্ঠার মূল উৎস হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার সংগ্রামে শরিক হওয়া।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, ২১শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। জেএমআই গ্রুপ এক দশক ধরেই বিশেষ এ দিনটিকে অর্থবহ ও তাৎপর্যমণ্ডিত করতে র্যালির আয়োজন করেছে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে মানবতার সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ জনমত সৃষ্টির প্রয়োজনে তাদের এ আয়োজন।
সংবাদ সম্মেলনে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/আরএআর/পিআর