দেশজুড়ে

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হারুণ চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের অঁখিতারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত হারুণ ওই গ্রামের মালেক চৌধুরীর ছেলে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, বেশ কয়েকদিন ধরে আঁখিতারা গ্রামের বাসিন্দা সোহেল মিয়ান সঙ্গে হামিদ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হারুণ চৌধুরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান ফরিকর জানান, সংঘর্ষ থামাতে দুই রাউন্ড টিয়ার গ্যাস ও বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আজিজুল সঞ্চয়/আরএ/পিআর