উই মেক ইউ স্ট্যান্ড আউট- এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে প্রেজেন্টেশন প্রতিযোগিতা ‘বিজ স্টার সিজন-২’। একাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) আয়োজনে আগামী ১৪ অক্টোবর রোববার থেকে শুরু হবে এ প্রতিযোগিতা।
এতে চবির যে কোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীদের উপস্থাপন দক্ষতা, বিচক্ষণতা, সৃজনশীল চিন্তার কোনো বিকল্প নেই। এসব মাথায় রেখেই এবারের আসর।
পুরো আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার এবারের আসরে ইতোমধ্যে ৫০টিরও অধিক দল নিবন্ধন করেছে। তিনটি পর্বে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। প্রতিটি পর্বে প্রতিযোগীর কোনো নির্দিষ্ট অথবা সমসাময়িক সমস্যা সমাধানের ক্ষমতা এবং উপস্থাপন দক্ষতা বিচার করা হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
আবদুল্লাহ রাকীব/আরএআর/পিআর