ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষককে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। তাদেরকে আগামী এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউল হক বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য পাঁচজন শিক্ষককে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে।
এরা হলেন- গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার ও অর্থনীতি বিভাগের শিক্ষক শাহেদ আহম্মেদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, ইতোপূর্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন প্রক্টরিয়াল বডির সদস্যরাও সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক তাদের সাড়া মিলবে বলে আশা করছি।
নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টর শাম্মী আক্তার জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করাই হবে আমার প্রধান কাজ। এছাড়া প্রক্টরিয়াল বডির একজন নারী সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সেক্সুয়াল বা মেন্টাল হ্যারেজমেন্ট এবং র্যাগিংয়ের মত নির্যাতন থেকে মেয়েদের নিরাপদ রাখতে চাই।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন,আগের সহকারী প্রক্টরদের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন বিভাগের নতুন পাঁচজন শিক্ষককে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর থাকবে।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/পিআর