বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দলবদল কার্যক্রম শেষ। কারা কেমন দল গড়লো, এখন সেই হিসেব-নিকেশের পালা। চোখ বন্ধ করেই সবাই বলছেন এবার সেরা দল গড়েছে প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংস। স্থানীয় খেলোয়াড় সংগ্রহে বাঘাবাঘা ক্লাবকে পেছনে ফেলার পাশাপাশি বিদেশি সংগ্রহেও চমক দেখিয়েছে প্রিমিয়ারের নতুন ক্লাবটি।
সর্বশেষ জাতীয় দলের ৮ ফুটবলার এবার ঘরোয়া ফুটবলে নামবেন বসুন্ধরার জার্সি গায়ে। গোলরক্ষক আনিসুর রহমান জিকু, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ বাবু, মো. ইব্রাহিম এবং স্ট্রাইকার মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ ও মাহবুবুর রহমান সুফিল ছিলেন বঙ্গবন্ধু গোল্ডকাপের জাতীয় দলে। সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে থাকা ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীও এবার আবাহনী ছেড়ে নাম লিখিয়েছেন বসুন্ধরা কিংসে।
বিদেশি খেলোয়াড় সংগ্রহে বড় চমকই দেখিয়েছে নতুন ক্লাবটি রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কনিন্দ্রেস এবারের ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় নাম। তিনি নিজ দেশের ক্লাব দেপরতিভো সাপরিসা ছেড়ে নাম লিখিয়েছেন বাংলাদেশের ক্লাবে। এবার ঘরোয়া ফুটবলে বেশি নজর থাকবে তার দিকে।
এবার ঘরোয়া ফুটবলে বিদেশি কোট বেড়েছে। এই প্রথম এএফসির নিয়ম অনুসরণ করে বাফুফে ক্লাবগুলোকে দিয়েছে এশিয়ান কোটায় একজন বিদেশি রেজিষ্ট্রেশনের। এশিয়ান কোটাসহ ৪ বিদেশি এবার রেজিষ্টেশন করিয়েছে ক্লাবগুলো। মাঠে খেলতে পারবেন চারজনই। নবাগত সাইফ অবশ্য এশিয়ান কোটা পূরণ করেনি, তারা তিন বিদেশি নিয়েই মাঠে নামবে। অন্য দুই জনের একজন ব্রাজিলের মার্কোস দ্য সিলভা আরেকজন স্পেনের জর্জ গটর ব্লাস।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকেই ধরা হচ্ছে কাগজ-কলমে বসুন্ধরা কিংসের পর সেরা। সর্বশেষ জাতীয় দলের ৫ ফুটবলার ডিফেন্ডার ওয়ালি ফয়সাল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন খেলবেন আকাশি-হলুদ জার্সিতে। আছেন সাফ চ্যাম্পিয়নশিপের জাতীয় দলের দুই খেলোয়াড় গোলরক্ষক শহিদুল আলম সোহেল ও সাদ উদ্দিন।
ক্লাবটির দীর্ঘদিনের সঙ্গী ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ এবার নেই ইনজুরির কারণে। তবে আছেন তাদের পরীক্ষিত স্ট্রাইকার নাইজেরিয়ার সানডে চিজোবা। বকি তিন বিদেশিই নতুন। এর মধ্যে আছেন হাইতির জাতীয় দলে খেলা ফরোয়ার্ড কার্ভেস বেলফোর্ড, আফগানিস্তান জাতীয় দলের মিডফিল্ডার মাসি সাইঘানি ও দক্ষিণ কোরিয়ার মিনইয়োক কো।
এবারের ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর ভাগ্য তৈরি করে দিতে পারেন বিদেশিরা। ১৩ ক্লাবই মনে করছে তাদের বিদেশি সংগ্রহ ভালো। তারাই মাঠে গড়ে দেবে ব্যবধান। অর্ধশত বিদেশিকে এবার দেখা যাবে ঘরোয়া ফুটবলে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিার খেলোয়াড় আছেন এবারের লিগে। এশিয়ান কোটার কারণে জাপান, কোরিয়া, আফগানিস্তান, ইরাক, উজবেকিস্তান, কিরঘিজস্তানের ফুটবলাররাও এবার থাকছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
কয়েক বছর আগে ব্রাদার্সে খেলে যাওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভারটন সুজাকে আবার দলে ভিড়িয়েছে গোপীবাগের দলটি। শেখ রাসেলও উড়িয়ে এনেছে ব্রাজিলিয়ন ফরোয়ার্ড অ্যালেক্স দ্য সিলভাকে। লুসিয়ানো পেরেজ নামের আর্জেন্টাইন ফরোয়ার্ড রেজিষ্ট্রেশন করিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আরআই/এসএএস/জেআইএম