আন্তর্জাতিক

চাঁদের পর এবার ‘নকল সূর্য’ বানিয়েছে চীন

‘আকাশে নকল চাঁদ স্থাপন করবে চীন’ বেশ কয়েকদিন আগে এমন সংবাদ প্রকাশ হয়েছিল। এবার তার চেয়ে আরও চমকপ্রদ তথ্য জানা গেল। সেটা হলো- ‘নকল সূর্য’ বানিয়েছে চীন।

শুনতে অবিশ্বাস্য লাগলেও চীনের তৈরি এ ‘নকল সূর্য’ নাকি আসল সূর্যের চেয়েও উত্তপ্ত। কেবল তাই নয়, ‘নকল সূর্য’ নাকি রয়েছে পৃথিবীতেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বরাত দিয়ে এবেলা সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে চীনা বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে এ বস্তুটির (নকল সূর্য) তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস।

‘ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স’-এ নির্মিত এ ‘নকল সূর্য’র মধ্যে অবিকল আসল সূর্যের মধ্যে যেভাবে শক্তি উৎপন্ন হয় সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

এ প্রোজেক্টে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে তাপ নির্মিত হয়েছে। স্বাভাবিকভাবেই এমন একটি যন্ত্রকে তৈরি করতে ও প্রতিদিন চালাতে বিপুল খরচ হচ্ছে। জানা গেছে, যন্ত্রটির পিছনে দৈনন্দিন খরচ হচ্ছে ১৫ হাজার ডলার।

আরএস/এমএস