চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তবে কখন কোন গাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘সকাল ৭টা ২০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, নিহতের বয়স ৪৫ বছরের কাছাকাছি। তবে তার অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানা হয়েছে।
এমবিআর/আরআইপি