বিনোদন

প্রথম ভারতীয় নারী হিসেবে ‘ভোগ’-এর মার্কিন সংখ্যায় প্রিয়াঙ্কা

প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে বিশ্বনন্দিত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর মার্কিন সংখ্যার প্রচ্ছদে এবার মডেল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রচ্ছদে দেখা যাচ্ছে সোনালী রঙের গাউনে গ্রেসিয়ান গডেস স্ট্র্যাপ, সঙ্গে বাঘ ছাপ বেল্ট।

এমনিতেই সংবাদ শিরোনামে দখলে রাখা প্রিয়াঙ্কা গত কয়েকদিন সংবাদ মাধ্যমের কড়া নজরে রয়েছেন। বিয়ে করেছেন মহা ধুমধাম করে ৷ মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বছর খানেক ডেটিংয়ের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত।

মেহেন্দি, সঙ্গীত থেকে শুরু করে খ্রিষ্টান ও পাঞ্জাবি মতে বিয়ে, তারপর রিসেপশন সবটাই হয়েছে জমিয়ে।

      View this post on Instagram

Vogue, January 2019 ❤️Shot by #annieleibovitz @voguemagazine link in bio! cc: @jilldemling @tonnegood @abbyaguirre @patidubroff @garrennewyork

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on Dec 6, 2018 at 6:11am PST

আর বিয়ের এ শোরগোল শেষ হতেই এবার আরেকভাবে খবর হয়ে এলেন ‘দেশি গার্ল।’

কারণ ‘ভোগ’ ম্যাগাজিনের মার্কিন সংখ্যায় এর আগে কোনো ভারতীয়র মুখ দেখা যায়নি।

এনএফ/আরআইপি