দেশজুড়ে

৩টি আসনে লড়বেন ১৮ জন

শরীয়তপুরে তিনটি আসনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচনের মাঠে রয়েছেন এখন ১৮ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে শরীয়তপুর-১ আসনের তরিকত ফেডারেশনের প্রার্থী মো. শিরাজ চৌকিদার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বাছাইপর্বে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হলে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনজন। জেলা নির্বাচন কর্মকর্তা সেক মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীয়তপুর-১ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ইকবাল হোসেন অপু, ইসলামী আন্দোলনের মো. তোফায়েল আহম্মেদ, কমিউনিস্ট পার্টির মোদাচ্ছের হোসেন বাবুল, খেলাফত আন্দোলনের মো. আব্দুস ছামাদ, বিএনপির সরদার একেএম নাছির উদ্দিন, ইসলামী ঐক্যজোটের মো. মাহদী হাসান ও জেএসডির নুরুল ইসলাম।

শরীয়তপুর-২ আসনে লড়ছেন আওয়ামী লীগের একেএম এনামুল হক শামীম, বিএনপির শফিকুর রহমান কিরন, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা শওকত আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) মো. ফিরুজ মিয়া, খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান ও জাকের পার্টির মো. বাদল কাজী।

শরীয়তপুর-৩ আসনে লড়বেন আওয়ামী লীগের নাহিম রাজ্জাক, ইসলামী আন্দোলনের হানিফ মিয়া, বিএনপির মিয়া নুরউদ্দিন আহম্মেদ অপু, জাতীয় পার্টির মো.আব্দুল হান্নান ও কমিউনিস্ট পার্টির শুসান্ত ভাওয়াল।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম