দেশজুড়ে

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজশাহীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

বিশেষ অতিথি ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মাসুদর রহমান ভুঁইয়া, রাজশাহী নগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর ও জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

এর আগে সকালে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান চত্বর থেকে র্যালি বের করে জেলা প্রশাসন। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

পরে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের সংবর্ধনা দেয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন দুদিনব্যাপী কর্মসূচি পালন করছে।

ফেরদৌস সিদ্দিকী/এমএএস/আরআইপি