সুনামিতে আবারও বিপর্যস্ত আর লন্ডভণ্ড হয়ে গেছে ইন্দোনেশিয়া। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত ২২২ জন সুনামির কবলে প্রাণ হারিয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন প্রায় ৮৪৩ জন। আর নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। এই দ্বীপরাষ্টটি বারবার সুনামির কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯টায় কোনোরকম পূর্বাভাস ছাড়াই দক্ষিণ সুমাত্রায় সুনামিটি আঘাত হানে। সুনামির আঘাতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, সুন্দা প্রণালীর উপকূলীয় এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকেই এই সুনামির উৎপত্তি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত বিধ্বস্ত ইন্দোনেশিয়ার কিছু ছবি।
এসএ/জেআইএম