সাহিত্য

মফিজুল ইসলামের কবিতা

আমরা ওড়াবো নতুন নিশান

বসরাই গোলাপে নয়আমাদের আনন্দগুলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থিরচিত্ত নেতৃত্বে নির্মিত ছবির এ দেশের পুকুর-দীঘি হাওর-বাওর বিলে-ঝিলে ফোটা শাপলার উচ্ছ্বল হাসিতে মিশে একাকার উদ্বেল

আমাদের বেদনা দুঃখ শোকের পাথর কণাগুলোপবিত্র হাজরে আসওয়াদ কিংবা অন্য কোনো পাথর নয় চির শানিত অবিনাশী চেতনা অস্ত্র ‘ঘরে ঘরে দুর্গে’ সুসজ্জিত উদ্যতআমাদের মননের ধমনী শিরা-উপশিরায় জাতির পিতার আদর্শের আলো লহু বহমান

আমরা একাত্তরের শত্রুঘ্ন সৈনিক আমরা বিষঘ্ন যোদ্ধা সংশপ্তকআমরা পাশা গাজি আতাতুর্ক কামালআমরা উদ্দীপিত আলোড়িতআমরা আবার গাইবো জয় বাংলার গানতস্কর নষ্ট নীতিভ্রষ্টদের দর্প চূর্ণ করে শেখ হাসিনার অবিচল নেতৃত্বেআমরা ওড়াবো নতুন নিশান।

এসইউ/এমএস