দেশজুড়ে

ড. কামাল গংরা শালীনতা ভুলে গেছেন : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ড. কামাল গংরা এখন শালীনতা ভুলে গেছেন। সাংবাদিক ও পুলিশ সদস্যদের তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন যা তাদের রাজনৈতিক দেউলিয়াপনারই বহিঃপ্রকাশ।

বুধবার বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো সম্ভব হয়েছে, শিক্ষা-স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে দেশের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত করেছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন শেখ হাসিনা। এই উন্নয়নের অগ্রযাত্রায় আবারো নৌকায় ভোট চাই। উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে নৌকার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, আজ কাজিপুরের তাঁতী সম্প্রদায়ের লোকজন আমাকে ডেকে নিয়ে তাদের ভালোবাসা দেখিয়েছে। তারা এখন থেকে নৌকার পক্ষে জীবন বাজি রেখে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ঐক্যফ্রন্টের নির্বাচন কমিশনে অভিযোগের বিষয় উল্লেখ নাসিম বলেন, যারা নিজেরা নিয়ম মানে না, এ পর্যন্ত আমাদের পাঁচজন কর্মীকে মেরে ফেলেছে, তারাই আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। দেশের জনগণ তাদের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী ৩০ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে সমুচিত জবাব দেবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা স্ব-স্ব কেন্দ্রে ভোট শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবেন। মহিলা ভোটারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসবেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নাসিমপত্নী লায়লা আরজুমান বানু বিথি, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর