বছরের শুরুতেই আলোচনায় বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হইচই ফেলে দিয়েছেন তিনি। কী এমন ভিডিও যা নিয়ে এতো হইচই! কী এমন ভিডিও যার উপর হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজনরা।
অবাক হওয়ার মতই বিষয় ভক্তদের খুশি করতে নিজের গোসলের ভিডিও প্রকাশ করে দিয়েছেন নায়িকা। শুধুই কি ভিডিও এর সঙ্গে ভক্তদের এক বার্তাও দিয়েছেন এই তারকা ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাথটবে নগ্ন অবস্থায় নেমে যাচ্ছেন পুনম। সারা গায়ে সাবানের ফেনা ছড়িয়ে আছে তার। আবেদনময়ী লুক। ভক্তরাও লুফে নিয়েছেন এই ভিডিও। সোশ্যাল মিডিয়াতে মুহুর্তেই ভাইরাল হয়ে যায় পুনমের গোসলের ভিডিও।
২০১৯ সালের প্রথম দিন ভক্তদের পুনম পাণ্ডে বললেন, ‘নতুন বছর হোক নগ্ন এবং সুন্দর’। ভিডিওর ক্যাপশান ছিল ‘কামিং সুন, হ্যাপি ২০১৯’।
A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Dec 31, 2018 at 12:31pm PST
এমএবি/এলএ/আরআইপি