জোকস

আজকের জোকস : রাস্তার বস্তুতে হাত দিতেই বিস্ফোরণ

রাস্তার বস্তুতে হাত দিতেই বিস্ফোরণরিমন রাস্তায় হাঁটছিল। হঠাৎ তার পায়ের সঙ্গে একটা পুরনো দিনের প্রদীপ ঠেকল। রিমনের বুকটা আশায় দুলে উঠল! আশপাশে এক নজর তাকিয়ে দ্রুত প্রদীপটা পকেটে ঢুকিয়ে ফেলল।

একটু সামনে গিয়ে একটা নিরিবিলি জায়গা পেয়ে প্রদীপটাতে জোরে ঘঁষা দিল! সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ! শেষ খবর পাওয়া পর্যন্ত রিমন সদর হাসপাতালে চিকিৎসাধীন!

> আরও পড়ুন- আজকের জোকস : দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে

****

জঙ্গলে বাঘ দেখে মরার ভানবল্টু আর আবুল গেছে জঙ্গলে বেড়াতে। হঠাৎ একটি বাঘ আসতে দেখে আবুল বল্টুকে রেখে দৌড়ে পালিয়ে যায়। বল্টু কোনো উপায় না পেয়ে পুরনো গল্পের মতো মরার ভান করে শুয়ে পড়ে।

বাঘটি কাছে এসে রাগে বল্টুকে কষে একটি থাপ্পর দিয়ে বলে-বাঘ: এই সব ভান ভাল্লুক আসলে করবি।

বল্টু বাঘটিকে কষে একটি থাপ্পর মেরে বলল-বল্টু: ভুল তো মানুষেরই হয়। এরজন্য থাপ্পর মারা লাগবে নাকি!

> আরও পড়ুন- আজকের জোকস : প্রেমিকের সংখ্যা গুনে গাছ লাগাল প্রেমিকা

****

রঙিন টিভির রং ওঠে কি-নাবাবলু নতুন টেলিভিশন কিনেছেন। বাড়ি ফিরেই তিনি টেলিভিশনটা এক ড্রাম পানির ভেতর ডুবিয়ে দিলেন। ঘটনা দেখে ছুটে এলেন এক প্রতিবেশী।প্রতিবেশী : আরে, করছো কী?বাবলু: আর বলবেন না। নতুন টিভি কিনলাম। দোকানদার বলল, রঙিন টিভি! ভাবলাম, ব্যাটা বুঝি আমায় ঠকিয়েছে। তাই পানিতে ডুবিয়ে দেখছিলাম, রং উঠে যায় কি-না।

এসইউ/পিআর