বিপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস আর ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এবারই প্রথমবারের মতো বিপিএলে নেতৃত্বের গুরুদায়িত্ব পেয়েছেন মিরাজ। ২১ বছর বয়সী এই অধিনায়কের নেতৃত্বে খেলবেন দেশ বিদেশের বড় বড় তারকারা।
এদিকে, ঢাকা ডায়নামাইটসের নেতৃত্বে যথারীতি আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বে গতবার রানারআপ হয়েছিল দলটি।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ। দুই দলের কাছেই এটি ভীষণ গুরুত্বপূর্ণ। দুই দলই চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। তাতে মোমেন্টামকে নিজেদের দিকে নিয়ে যেতে পারবে।
এমএমআর/জেআইএম