দেশজুড়ে

৪র্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফেরদৌসী আক্তার (৯) নামে এক শিশু গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসী একই গ্রামের শাহ আলম মিয়ার মেয়ে। সে মহিপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল ইসলাম বলেন, মা-বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম