বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৮ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী ফেডারেশনের নির্বাচন হবে ৫ ফেব্রুয়ারি। ৪ জন সহসভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ ও ১৬ জন সদস্য-নির্বাহী কমিটির এই ২৪ পদে এ নির্বাচন হবে। সভাপতি মনোনয়ন দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচনের গঠিত নির্বাচন কমিশন রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। নির্বাচনে ৭৬ জন কাউন্সিলর নতুন কমিটি নির্বাচনে ভোট প্রয়োগ করবেন।
তফসিল অনুযায়ী রবিবার ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশ। ২২ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিল ২৪ জানুয়ারি। প্রার্থীরা ৩০ জানুয়ারি তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ৩১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আরআই/এসএএস/আরআইপি