জাতীয়

ঢাকায় মাদকসহ আটক ৮

রাজধানীর রূপনগর ও শ্যামপুর থেকে মাদকসহ আটজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার ভোর ৪টার দিকে রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫২ হাজার টাকা জব্দসহ পাঁচজনকে আটক করে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি দল রূপনগর থানাধীন সেকশন-১২ এর ডি ব্লকের বাসা নং-৪/৯ নং বাসা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, আব্দুল্লাহ ওরফে আ. আলিম ওরফে জামাই(৩৩), মোঃ আলম (৩৫), রবিউল হক (৫৫), আতিকুর রহমান (৩১) ও ফাতেমা আক্তার (৩৩)।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, আটকরা বিভিন্ন থানার একাধিক মাদক মামলায় অভিযুক্ত। দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত। তারা কক্সবাজার, চট্টগ্রাম হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

অন্যদিকে রাজধানীর শ্যামপুরে ১২০ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ ও প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১০ এর একটি দল। সোমবার দিনগত গভীর রাতে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইরপাড় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জাহিদুল হক সুমন (৩৮), জসিম উদ্দিন (৩৮) ও কবির হোসেন(৪৩)।

জেইউ/জেডএ/এমএস