আন্তর্জাতিক

খাবার পছন্দ না হওয়ায় বরপক্ষের তাণ্ডব (ভিডিও)

বিয়ে মানেই দুটি পরিবারের বন্ধন। তাছাড়া বর ও কনের কাছেও বিয়ে একটি বিশেষ দিন। বিয়ে নিয়ে উত্তেজনা আর দুই পরিবারের আয়োজন ও নিমন্ত্রণকে ঘিরে অনেক স্মৃতি তৈরি হয়। সব বিয়ে বাড়িতে বুঝি এমনটা হয় না। কেননা ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক বিয়ে অনুষ্ঠান যেন ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে।

বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য দিল্লির জনকপুরীর একটি হোটেল ভাড়া করা হয়। নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে খাবারের ব্যবস্থাও করা হয়। কিন্তু সেই খাবারকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে বিবাদ বাধে। হোটেলের খাবার পছন্দ হয়নি অতিথিদের৷ কিন্তু হোটেল কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর বদলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলেন তারা।

বিয়ে বাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হোটেল কর্মীদের মাটিতে ফেলে পেটানো হচ্ছে। রান্নাঘরে গিয়ে কাঁচের থালা বাটি, জিনিসপত্র সব ভাঙচুর করা হচ্ছে। হাত জোড় করে সবাইকে শান্ত হতে বলছেন হোটেল কর্মীরা। কিন্তু কে শোনে কার কথা। বর ও কনে পক্ষের কিছু সদস্য তখন হোটেল কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে মারতে ব্যস্ত।

Watch: Wedding turns into a mass brawl as guests unhappy with food, bash up hotel staffRead here- https://t.co/GLAafzhwjG pic.twitter.com/Tm107lBn48

— DNA (@dna) February 11, 2019

ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, কনের বাড়ি বাড়ি বিকাশপুরী আর বরের বাড়ি উত্তম নগর এলাকায়৷ দুই বাড়ির সদস্যরা হোটেল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। তবে এটা পরিস্কার নয় বিয়েতে কী খাবার পরিবেশন করা হয়েছিল।

স্থানীয় থানায় এ ঘটনার অভিযোগ একটি অভিযোগ দাখিল করা হয়েছে। শান্তি ভঙ্গ, হোটেল কর্মীদের মারধর ও সম্পত্তি নষ্ট করার অভিযোগে বর ও কনে পক্ষের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসএ/এমএস