আরও ৫৫টি পর্নো সাইট বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয় দেশে সব সার্ভিস প্রোভাইডারদের।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, সোমবার ৫৫টি পর্নো সাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশে পর্নো সাইট বন্ধ করার ঘোষণা দেন। এর দুদিন পর ২৪৪টি পর্নো সাইট বন্ধ করে দেয় বিটিআরসি। এভাবে কয়েক দফায় প্রায় ১৬ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়।
অন্যদিকে রোববার বিটিআরসির নির্দেশে বন্ধ করা হয়েছে অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট।
ইমদাদুল হক বলেন, আরও কিছু পর্নো ও জুয়া বা বেটিং সাইট বন্ধের নির্দেশনা আসতে পারে।
আরএম/বিএ