দেশজুড়ে

গরম তেল ছুড়ে স্বামীকে ঝলসে দিলেন স্ত্রী

সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় মোজাম্মেল সরদার (৪২) নামে এক ব্যক্তির গায়ে গরম তেল ছুড়ে মেরেছেন তার স্ত্রী শারমিন সুলতানা। এতে তার শরীরের ৩০-৩৫ ভাগ ঝলসে গেছে।

তবে এ ঘটনায় মোজাম্মেল তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না বলে থানায় লিখিতভাবে জানিয়েছেন। শনিবার তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক দগ্ধ মোজাম্মেলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে ইটাগাছা এলাকার শামছুদ্দীন সরদারের ছেলে মোজাম্মেল সরদার পার্শ্ববর্তী এলাকার লায়লা পারভীনকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রথম স্ত্রী শারমিন সুলতানার সঙ্গে তার ঝগড়া বিবাদ চলে আসছিল। ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় স্ত্রী লায়লা পারভীন চাকরির জন্য জর্ডান চলে যান। শনিবার লায়লা পারভীনের দেশে আসার কথা ছিল। এটা নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামীর গায়ে গরম তেল ছুড়ে মারেন প্রথম স্ত্রী।

আহত মোজাম্মেল সরদার বলেন, আমার দ্বিতীয় স্ত্রী বিদেশ থেকে দেশে ফেরার সংবাদে প্রথম স্ত্রী ক্ষুব্ধ হয়। শনিবার দুপুরে রান্না ঘরে রান্না করছিল সে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আমার গায়ে গরম তেল ছুড়ে মারে। এ বিষয়ে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, স্বামী মোজাম্মেল সরদারের শরীরের তিনটি স্থানে গরম তেলে ঝলসে গেছে। এ বিষয়ে তার কোনো অভিযোগ নেই বলে থানায় লিখিতভাবে জানিয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালে মোজাম্মেল সরদারকে চিকিৎসা দেয়া ডা. ইকবাল মাহমুদ বলেন, তেলজাতীয় গরম কিছুতে তার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয়া হয়েছে। এতে তার শরীরের ৩০-৩৫ ভাগ ঝলসে গেছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস