দিনাজপুর সদর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য লুৎফর রহমান (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার সকাল ৬টায় দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের খয়েরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান সদর উপজেলার তাজপুর নতুন পাড়ার মৃত বদু মোহাম্মদের ছেলে।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- তাজপুর বাঙালপুকুর গ্রামের আয়েন উদ্দীনের ছেলে মসির উদ্দীন (৬৮) ও তাজপুর হঠাৎপাড়ার ওমর আলীর ছেলে ও মুদি দোকানদার ওমর সাইদুর রহমান (৫০)। আহতদের মধ্যে মসির উদ্দীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত লুৎফর রহমানের জামাতা মতিয়ার রহমান জানান, সকালে নামাজ পড়ে দুজন একসঙ্গে প্রাতভ্রমণে বের হন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে ফরহাদ টেলিকম নামক মুদি দোকানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে লুৎফর রহমান নিহত হন ও অপর দুই জন মসির উদ্দীন এবং দোকানদার সাইদুর রহমান গুরুতর আহত হন।
এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি