দেশজুড়ে

নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুইদিন পর মঙ্গলবার রাজবাড়ী সদরের মিজানপুরের মেছোঘাটা এলাকা থেকে রশিদ শেখ (৩২), গোয়ালন্দের ধল্লাপাড়া এলাকা থেকে বাবলু সরদার (৩৪) ও জীবন সরদারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রশিদ শেখ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার মোচন শেখের ছেলে এবং বাবলু সরদার ও জীবন সরদার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের হাতেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর এলাকার রশিদ শেখ, আয়ুব আলী ও মিজান আলী পদ্মা নদীতে শখের বসে মাছ ধরতে যান। এ সময় ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে গেলে সাঁতরে আয়ুব আলী ও মিজান আলী পারে উঠলেও রশিদ শেখ তলিয়ে যান।

অপরদিকে ওই দিন সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলা দেবগ্রাম ইউনিয়নের হাতেম আলীর দুই ছেলে বাবলু সরদার ও জীবন সরদার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন।

রাজবাড়ী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক( এসআই) মানুন অর রশিদ ও গোয়ালন্দ থানা পুলিশের ওসি এজাজ শফী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/আরএআর/পিআর