জাতীয়

চ্যালেঞ্জ মোকাবেলায় আরও মেধাবী কর্মকর্তা প্রয়োজন

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও কর্মদক্ষ ও মেধাবী কর্মকর্তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার ঢাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন বলেন, ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। এর পেছনে মেধাবী ও কর্মস্পৃহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আগামী দিনেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আরও বেশি কর্মনিষ্ঠ কর্মকর্তা নিয়োগ করতে হবে।’

আরও পড়ুন > মেহেরপুরের নাম উজ্জ্বল করতে চাই : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘সারাবিশ্ব যখন জঙ্গিবাদ মোকাবেলায় বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তখন বাংলাদেশ সফলভাবে জঙ্গিবাদ মোকাবেলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।’

এ সময় প্রতিমন্ত্রী সারা দেশ থেকে দক্ষ ও মেধাবী কর্মকর্তা বাছাইয়ে পিএসসি’র ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পিএসসি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মেধাবী ও যোগ্য কর্মকর্তা বাছাইয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়।’ ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির এ সুনামের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, ড. আব্দুল জব্বার খান প্রমুখ বক্তব্য দেন।

এমইউএইচ/এমআরএম/জেআইএম