দেশজুড়ে

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে আকলিমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামী ফারুক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। এই মামলার অপর আসামি ওই গৃহবধূর শাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সঙ্গে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক যৌতুকের জন্যে আকলিমাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে প্রায় সময়ই আকলিমাকে মারধর করতো সে। ২০১৫ সালের ২৯ জুন দুপুরে ফারুক আকলিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় আকলিমা আক্তারের স্বামী ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেন।

ইকরাম চৌধুরী/আরএআর/পিআর