সুনামগঞ্জের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ার। এই এলাকার আরেকটি নাম হলো ট্রাফিক পয়েন্ট। ২০১৫ সালে এই জায়গার নাম পরিবর্তন করে ভাষাসংগ্রামী আলফাত উদ্দিন আহমদের নামে নামকরণ করা হয় ‘আলফাত স্কয়ার’। এ সময় একটি নামফলকও তৈরি করা হয় আলফাত উদ্দিনের স্মৃতি রক্ষার্থে।
কিন্তু বর্তমানে রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন রকমের পোস্টারে নামফলকটি ছেয়ে গেছে। ফলকের উপরেই নেতাকর্মীরা লাগাচ্ছেন পোস্টার। সরজমিনে গিয়ে দেখা যায়, মানুষের আনাগোনা ঠিক থাকলেও পোস্টারের কারণে ছেয়ে গেছে ভাষা সংগ্রামী আলফাত উদ্দিনের নামটি। তাছাড়া অভিযোগ রয়েছে পৌর কর্তৃপক্ষের গাফিলতির কারণে যে কেউ জরুরি স্থাপনা ও ফলকে লাগাচ্ছে পোস্টার।
স্থানীয় বাসিন্দা রফিক আহমেদ বলেন, এই জায়গাটি সকলের কাছে ট্রাফিক পয়েন্ট নামে পরিচিত হলেও এটির নাম আলফাত স্কয়ার। ২০১৫ সালে পৌরসভার সাবেক মেয়র নিজে দাঁড়িয়ে থেকে ফলকটি নির্মাণ ও উদ্বোধন করেছিলেন। কিন্তু এই ফলকের কেউ যথাযথ সম্মান করেনি।
বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, আলফাত উদ্দিন আহমেদ ভাষা সংগ্রামীর পাশাপাশি মুক্তিযোদ্ধে বিরাট ভূমিকা রেখেছেন। তার স্মরণে ও সম্মানে নামকরণ হওয়া পয়েন্টটির স্মৃতিফলকে যে বা যারা পোস্টার লাগিয়েছে সেটা ঘৃণিত কাজ ছাড়া আর কিছু নেই।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেওয়ান জিসান এনায়েত রেজা বলেন, আলফাত উদ্দিন আহমেদ আমাদের তরুণ প্রজন্মে কাছে একজন আর্দশ। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী তারা কখনো এসব কাজ করতে পারে না।
ভাষা সংগ্রামী আলফাত উদ্দিন আহমেদের ছেলে অ্যাড. এনাম আহমেদ বলেন, এইসকল কাজ যারা করেছে তাদের মধ্যে বুদ্ধির অভাব রয়েছে। আমরা পৌর কর্তৃপক্ষের কাছে চাইব আমার বাবার স্মৃতি রক্ষার্থে তৈরি নামফলকটি যেন সংস্কার করা হয়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আলফাত উদ্দিন আহমেদ সুনামগঞ্জের গৌরব। যেহেতু আমি উপ-নির্বাচনে বিজয়ী হয়েছি তাই আমার হাতে সময় কম। কিন্তু আগামী ৬ মাসের মধ্যেই এই চত্বরের সৌন্দর্য বৃদ্ধি করব।
মোসাইদ রাহাত/এফএ/এমএস