ভূমধ্যসাগর পাড়ি দেবার সময় উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে অভিবাসী বোঝাই নৌকাডুবিতে বহু বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার এক শোক বার্তায় বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ নিতহদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।
শোক বার্তায় তিনি বলেন, উন্নত জীবনের আশায় বাংলাদেশিদের এমন করুণ মৃত্যু মেনে নেয়া যায় না। দুঃখজনক এমন মৃত্যু যেন আর কোনো বাংলাদেশির জীবনে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সচেতন হতেও অনুরোধ জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ।
অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
এইউএ/এসএইচএস/এমএস