বাংলাদেশ কল্যাণ পার্টির অন্যতম অঙ্গ–সংগঠন বাংলাদেশ সাংস্কৃতিক কল্যাণ ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩৬ সদস্যের এই কমিটির আহ্বায়ক হয়েছেন জাহিদ আবেদিন, সদস্য সচিব শরিফুল ইসলাম।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টায় এ কমিটি গঠন করা হয় বলে কল্যাণ পার্টির দফতর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক, কাজল আনোয়ার, মঈন ফরায়েজী বকুল, গোলাম মস্তফা, বিজয় আহম্মেদ প্রামানিক, আজিজুল ইসলাম আজাদ,মেহরাজ মিঠু, জাহাঙ্গীর আলম|
এছাড়া সদস্য হয়েছেন- এম এ কিরন, হাবিবুল্লাহ শিকদার, এইচ এম রাকিব, মুহাম্মদ মেসবাহ, সাঈদ আব্দুল মালিক, রেজাউল করিম, হারুন রশিদ, আব্দুল হামিদ, কামাল মিনা, মুহাম্মদ মাহিন বিল্লাহ, জাহাঙ্গীর লিটন, সিফাত আব্দুল্লাহ, সাকিব শাফায়াত, সাজিদ হাসান, শফিক আদনান, মহিউদ্দিন মনির, দিদারুল আহসান, হিমেল মাসুদ, কবি মানসুরুল্লাহ, কবি সোহরাব আসাদ, সিয়াম আব্দুল্লাহ, সাজিদুর রহমান, ফেরদাউস হাসান, আরমান ইমতিয়াজ, কাজী আমিন ফারুক, রাকিব হাসান।
কেএইচ/এমএমজেড/পিআর