দেশজুড়ে

মুন্সীগঞ্জে দু’শ জন পেলেন ঈদ সামগ্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আদর্শ রক্তদান সংস্থা, মুন্সীগঞ্জ’। সোমবার বিকেলে সদর উপজেলার পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংস্থার পরিচালক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাড. মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাচ্চু শেখ।

এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাতিমাড়া পুলিশ ফাঁড়ির ওসি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী আ. সামাদ মিয়া, আ. সামাদ কবীর, জামাল উদ্দিন দেওয়ান ও ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাসসহ স্থানীয় গণ্যমান্যরা।

এ সময় অতিথিদের উপস্থিতিতে এলাকার প্রায় দুই শতাধিক মানুষের মাঝে সেমাই, চিনি, তেল, দুধ, পোলাওয়ের চাল ও অর্থ বিতরণ করা হয়।

এফএ/পিআর