না দেখেই বিয়ে করেছি
বিয়ের কিছুদিন পর বউ তার বরকে বলছে-বউ : জানো আমি কতো বড় মহত্ ?বর : কেন কী হয়েছেবউ : কারণ বিয়ের আগে আমি তোমাকে না দেখেই বিয়ে করেছিলাম।বর : তাহলে তো আমি তোমার থেকেও বড় মহত্বউ : কীভাবে ?বর : কারণ আমি তোমাকে দেখার পরেও বিয়ে করেছি।
****
যান কাউন্টারে বাবা বসে আছেন
ইদানিং ছেলেটা খুব বিরক্ত করছে মেয়েটিকে। স্কুলে যাবার পথে, বাড়ি থেকে বের হলেই পিছু নিতো মেয়েটির। একদিন ছেলেটি হুট করে মেয়েটির বাড়িতে হাজির। তাকে দেখেই মেয়েটি বিরক্ত হয়ে বললো, ‘আমার বাড়িটা কি রেল স্টেশন? যখন তখন ঢুকে পড়বেন আপনি?’ছেলেটা পরিস্থিতি ঠান্ডা করতে বলল, ‘টিকেট কেটে আসতে হবে?’মেয়েটির ঝটপট উত্তর, ‘যান কাউন্টারে বাবা বসে আছেন।’
****
কত দূর দেখতে চাস
ছেলে : বাবা, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। ডাক্তার দেখিয়ে একটা চশমা নেওয়া দরকার।বাবা : উপরে তাকা। কী দেখা যায়, বল?ছেলে : সূর্য।বাবা : ব্যাটা, আর কত দূর দেখতে চাস?
এইচএন/পিআর