দেশজুড়ে

আবুধাবিতে যাওয়ার পথে মামা-ভাগনে নিখোঁজ

ফেনীর দাগনভূঁঞা উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা ও আবুধাবি প্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০) ও তার ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদ (১৬) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। তাদের নিখোঁজের ঘটনায় ফেনীর দাগনভূঁঞা থানা ও ঢাকার খিলগাঁও থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিখোঁজ মোহাম্মদ আতিক উল্যাহ প্রায় ১৫ বছর থেকে আবুধাবিতে ব্যবসা করেন এবং সপরিবারে সেখানে বসবাস করেন। গত রমজানের কয়েকদিন আগে একাই গ্রামের বাড়িতে আসেন এবং বোনের পরিবারের সঙ্গে উপজেলার উত্তর চন্ডিপুর ছিলেন। তার ভাগনে মোহাম্মদ হাফেজ আবুল বাশারের ছেলে মোহাম্মদ হুজাইফা তাহমিদ স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণিতে লেখাপড়া করে।

গত ১৩ জুন দুপুরে মোহাম্মদ আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হন। সঙ্গে ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদকে নেন। তারা ঢাকায় একদিন থাকার কথা ছিল। পরের দিন মামা আতিক আবুধাবি চলে যাবেন আর ভাগনে তাহমিদ বাড়ি চলে আসার কথা ছিল।

বাড়ি থেকে বের হয়ে তারা ফেনীতে স্টার লাইন পরিবহনের বাসে ওঠেন। এরপর থেকে মামা-ভাগনে নিখোঁজ রয়েছেন। তাদের দুইজনের হাতে থাকা দুটি মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

পারিবারিক সূত্র জানায়, তাদের ঢাকা ও এলাকায় সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে কোনো সন্ধান পাওয়া যায়নি। মামা আতিক আবুধাবিতেও যাননি।

খোঁজাখুঁজির পর প্রবাসীর ভগ্নিপতি ও ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার ১৫ জুন দাগনভূঁঞা থানায় এবং অপর এক আত্মীয় হাফেজ মো. মুনছুর আলম ১৭ জুন ঢাকার খিলগাঁও থানায় জিডি করেন।

দাগনভূঁঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালেহ আহম্মদ পাঠান বলেন, দানভূঁঞার প্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ ও তার ভাগনে মোহাম্মদ হুজাইফা তাহমিদের নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। জিডি করার পর পুলিশের বেতারের মাধ্যমে সব থানায় খবর পাঠানো হয়েছে। কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি।

রাশেদুল হাসান/এএম/এমকেএইচ