দেশজুড়ে

সানজিদার পর চলে গেলেন শামীমাও

নাটোরের বড়গাছা এলাকার ছাত্রীনীবাসে কেরোসিনের স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ সানজিদার পর এবার শামীমাও মারা গেলেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

অগ্নিদগ্ধ ছাত্রী শামীমার ভাই মো. কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডাক্তাররা শামীমাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২৭ জুন সকালে শহরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রাবাসে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় স্টোভটি বিস্ফারিত হয়। এ সময় নাটোর এনএস সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে শামীমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা মঙ্গলবার ভোরে এবং শামীমা মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মারা যান।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম