হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ গ্রেফতার বাংলাদেশ বিমানের মেকানিক মোহাম্মদ আফজাল হোসেন হাওলাদারের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শরীফ হোসেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন >> শাহজালালের টয়লেটে মিলল ৬ কোটি টাকার স্বর্ণ!
এর আগে মঙ্গলবার (২ জুলাই) ওমানের মাস্কট থেকে আগত বিমানের টয়লেটের টিস্যু বক্সে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করে কাস্টম হাউসের বিমানবন্দর প্রিভেন্টিভ টিম, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক মোহাম্মদ আফজাল হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়।
জেএ/এমএসএইচ/এমকেএইচ