কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক হাজার টাকা পাওনা নিয়ে ভাতিজার কুড়ালের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের সাহেবের খাষ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ভাতিজা মতিয়ার রহমান বাবু চাচা সাইদুলের নিকট এক হাজার টাকা পেতেন। এর জেরে দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু থাকা কুড়াল দিয়ে চাচা সাইদুল ইসলামের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাইদুল মারা যান। এদিকে ছোট চাচা কাচু মিয়া এগিয়ে আসলে তাকেও মারধর করেন বাবু। এতে তার হাত ভেঙে যায়। ঘটনার পরপরই ঘাতক বাবু পালিয়ে যান।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন ওর রশীদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক বাবুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নাজমুল হোসাইন/আরএআর/এমকেএইচ