রংপুরে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন তিন রোহিঙ্গা তরুণী। রোববার দুপুরে রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাদের আটক করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।
আটকরা হলেন তাসমিনা বেগম (২৪), শারমিন আক্তার (২০) এবং সুমাইয়া আক্তার (২০)।
রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক নূরুল হুদা জানান, আজ (রোববার) দুপুরে ওই তিন তরুণী পাসপোর্ট করতে অফিসে আসেন। কথা বলার সময় সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র নকল বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জিতু কবির/এমবিআর/এমএস