প্রথমবারের মতো ইনডোর হকি ম্যাচ খেলতে নেমেই বিধ্বস্ত হলো বাংলাদেশ দল। ইনডোর এশিয়া কাপে আজ (১৫ জুলাই) গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালেয়শিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে জিমি-সিটুলরা।
থাইল্যান্ডের চুনবুরিতে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখে খেলতে থাকে মালেয়শিয়ার হকি খেলোয়াড়রা। ইনডোরে খেলার অভিজ্ঞতা না থাকায় শেষতক তাই বড় ব্যবধানেই হারে বাংলাদেশ।
আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ হকি দল; প্রতিপক্ষ ইরান। জিমিদের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ১৭ ও ১৮ জুলাই যথাক্রমে ফিলিপাইন ও থাইল্যান্ডের বিপক্ষে। এদিকে ইনডোর এশিয়া কাপে অংশ নিতে গত বৃহস্পতিবার থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে একদিন পর শুক্রবার থাইল্যান্ড উদ্দেশে দেশ ছাড়ে হকি দল।
বাংলাদেশ হকি দলঅসীম কুমার গোপ, আবু সাঈদ নিপ্পন, ইমরান হাসান পিন্টু, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল (অধিনায়ক), ফজলে হোসেন রাব্বি, সারওয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন ও রোমান সরকার।
প্রধান কোচ : হামিদরেজা বোখারাই।কোচ : জাহিদ হোসেন রাজু।ম্যানেজার : জামিল আবু নাসের।
আরআই/এসএস/এমকেএইচ