জোকস

আজকের কৌতুক : সড়ক দুর্ঘটনায় গ্রামের সব স্ত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গ্রামের সব স্ত্রীর মৃত্যুএক গ্রামের সব স্ত্রী বাসে করে পিকনিক করতে যাচ্ছিল। এমন সময় বাসটি কিছু দূর গিয়ে অ্যাকসিডেন্ট করে। এতে সবাই মারা যায়।

সব স্ত্রীর স্বামীরা টানা দুই দিন ধরে কেঁদেছিল সেই সময়। শুধু একটা লোক ১৫ দিন কাঁদল। কারণ তার স্ত্রী বাসটা মিস করেছিল!

আরও পড়ুন > আজকের কৌতুক : ফেসবুকে মেয়েদের চেনার উপায়

****

মমতা কুলকার্নি যখন মুখ্যমন্ত্রীশিক্ষক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কী? ছাত্র: ইয়ে... মানে... মমতা। শিক্ষক: মানে! উনি কি তোর বেয়াই লাগে? ছাত্র: কেন স্যার?শিক্ষক: ভদ্রমহিলার পুরো নাম বল। ছাত্র: মমতা কুলকার্নি...

আরও পড়ুন > আজকের কৌতুক : স্বামীর টাকা চুরি করে স্ত্রী ধরা

****

স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়ানবদম্পতির মাঝে ঝগড়া হয়েছে- স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। স্বামী: এই নাও ভাড়া। স্ত্রী: কত দিচ্ছ? এতে তো ফেরার ভাড়া হবে না। স্বামী: ফিরতে কে বলেছে?

এসইউ/জেআইএম