অবিবাহিত মেয়ে মা হলে যা হয়এক অবিবাহিত মেয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে বললেন-ডাক্তার: সুসংবাদ, মিসেস তানিয়া। আপনি মা হতে চলেছেন। তানিয়া: কী বলছেন! আমি তো মিসেস তানিয়া নই, আমি মিস তানিয়া। ডাক্তার: ওকে, সরি মিস তানিয়া। দুঃসংবাদ আপনার জন্য।
আরও পড়ুন > আজকের জোকস : প্রেম করলে পেনশন সুবিধা
****
কাল বাসায় কেউ থাকবে নানাফিস তার প্রেমিকাকে ফোন করে বলল-নাফিস: কাল আমাদের বাসায় কেউ থাকবে না। তুমি চলে এসো। প্রেমিকা: এলে কী হবে? নাফিস: তোমার ইচ্ছেমতো মজা করতে পারবে।
পরদিন নাফিসের প্রেমিকা বাড়ি এলো। কিন্তু এসে দেখে দরজায় তালা। সত্যিই কেউ বাড়িতে ছিল না।
আরও পড়ুন > আজকের জোকস : মেয়েদের হার্ট অ্যাটাক কম হয় কেন?
****
কৃপণের ঘরে আগুন লাগার পরএক কৃপণের ঘরে আগুন লাগল। সারারাত চেষ্টা করেও সে আগুন নেভাতে পারল না। কারন কি?
কারণ ওই বেটা কিপটা ফায়ার বিগ্রেডে কল না দিয়ে ভুলে গার্লফ্রেন্ডকে মিসডকল দিয়ে যাচ্ছিল।
এসইউ/জেআইএম