জাতীয়

মাদক বিক্রি-সেবনের দায়ে গ্রেফতার ৮৩

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৩ গ্রাম ৩১৯০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৩৫০ গ্রাম, ১৮ পুরিয়া গাঁজা, ২৪টি নেশা জাতীয় ইনজেকশন ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

১ আগস্ট সকাল ৬টা থেকে আজ (শুক্রবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬২টি মামলা রুজু হয়েছে।

আরএম/জেএইচ/পিআর