বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা ডুবে ২ নারীর মৃত্যু এবং নৌকার ৩০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর সাঁতরে তীরে উঠেছেন ৪০ জন যাত্রী। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্তি গ্রামের ইউসুব আলীর স্ত্রী জহুরা বেগম (৩০) এবং মানিকদাইড় গ্রামের মনসের আলীর স্ত্রী আমেনা বেগম (৫০)। নিখোঁঁজ অন্য যাত্রীদের উদ্ধার করতে স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর দুর্গম চর মানিকদাইড় থেকে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে একটি নৌকা সারিয়াকান্দি সদরের কালিতলা গ্রায়েন বাঁধ এলাকায় আসছিলে। নদীর প্রবল স্রোতে ও পানির ঘূর্ণি পাকে পড়ে নৌকার মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নৌকাটি গন্তব্যস্থলের অদূরে কুড়িপাড়া চর নামক স্থানে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানা পুলিশের সেকেন্ড অফিসার সুব্রত সাহা বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশও নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে।
লিমন/এমএএস/জেআইএম