রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাকিম টেনু (৫৬) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় মৃত্যু হয় তার।
ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল।
আবদুল হাকিম টেনু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
উল্লেখ্য, ওই মামলায় পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রুস্তম আলী গত ৩ জুলাই ৯ জনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া আবদুল হাকিম টেনুসহ ২৫জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মরহুম আব্দুল হাকিম টেনু ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩কন্যা সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে মরদেহ এনে আনুষ্ঠানিকতা শেষে ঈশ্বরদীতে দাফন করা হবে।
আলাউদ্দিন আহমেদ/এমএমজেড/এমকেএইচ