বিনোদন

কৃষ্ণের রূপে মীর, সমালোচনার ঝড়

জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন মীর আফসার আলী।

তবে তার ছবিতে চোখে চশমা পরা ছিল। ছবিটি শেয়ার করে মীর লেখেন, ট্রোলিং শুরু হোক। ছবিটি ২০০৫ সালে তোলা।

তিনি জানান, জি বাংলার হাউ মাউ খাউতে জন্মাষ্টমী স্পেশ্যাল এপিসোডের জন্যই এমন সেজেছিলেন তিনি। তবে তিনি নিজেও এখন ছবি দেখে অবাক, কীভাবে ওই বেশে এতক্ষণ ছিলেন।

মীরের ছবি পোস্টের পরই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।

ছবি দেখে হিন্দুত্ববাদীদের একজন লিখেছেন, ‘আমরা হিন্দুরা ধর্ম নিয়ে যথেষ্ট সহিষ্ণু। সেজন্যই আমাদের দেবদেবী নিয়ে মশকরা আমরা মেনে নিই। এমনকি কোনো অ-হিন্দু ব্যক্তি তা নিয়ে ঠাট্টা করলেও কোনো প্রতিক্রিয়া জানাই না।

আরেকজন লিখলেন, এরপর হয়তো হজরত মোহাম্মদ বা যিশুখ্রিস্ট সাজতেও আপনার কোনো আপত্তি থাকবে না।

      View this post on Instagram    

TROLLERS WELCOME... ☺️ But before that please READ the message with this pic....  This was in 2005.... Zee Bangla's epic HAU MAU KHAU... Janmashtami special episode.... Freaking hilarious episode ... Sad, I don't have a recording... But then, I'm sure this picture would speak more than a thousand 'everythings'..... Rimjhim was in splits.... And I still wonder as to HOW... just HOW do I tolerate myself???!!!!

A post shared by Mir Afsar Ali (@mirchimir13) on Aug 22, 2019 at 8:24pm PDT

জেডএ/পিআর