সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করলেও রাজবাড়ীতে কমছে আবার বাড়ছে। চলতি সপ্তাহের শনিবার ২ জন ও রোববার ৫ জনসহ মোট ৭ জন ভর্তি হন। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও ৭ জন। তবে, এ সময় কেউ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যাননি।
এনিয়ে রাজবাড়ীতে এক মাসের বেশি সময়ে মোট ৩৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেন। সোমবার বেলা পৌনে ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৬ জন, পাংশায় ১০ জন ও বালিয়াবান্দিতে ৩ জন রোগী ভর্তি আছেন। জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এমএমজেড/পিআর