কত স্মৃতির, কত হাসির, কত আনন্দের, কত ভালোলাগার ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতি কোনো কোনো সময় হঠাৎ করেই মনে চলে আসে। স্মৃতিতে কত কথাই তো থাকে। শত ব্যস্ততার মাঝেও ফেলে আসা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আজও ভাবায়। এই ভাবনা থেকেই ‘এসো মিলি প্রাণের টানে’ স্লোগান নিয়ে ২০১০ সাল থেকে ঢাকা বিশ্ব, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার যাত্রা শুরু করে।
আগামী ২২ সেপ্টেম্বর ওয়েস্টার্ন সিডনির পার্ক ল্যান্ডস্থ লিজারড লগ পার্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA) বার্ষিক গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। প্রতি বৎসর সংগঠনটির সদস্যরা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে ইনডোর ও আউটডোরে দুইবার বড় মিলনমেলার আয়োজন করে থাকে।
সংগঠনটির সভাপতি মোস্তফা আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আনিস মজুমদার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসংযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে সুসম্পর্ক, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।’
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এই মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বড় ও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার আয়োজন রয়েছে। ‘ফ্যামিলি ফান ডে’তে মধ্যাহ্নভোজ এবং সকালে ও বিকেলের নাস্তার ব্যবস্থা রয়েছে। জনপ্রতি চাঁদা ৩০ ডলার ধার্য করা হয়েছে। বর্তমানে তাদের সদস্য সংখা প্রায় ২৫০ জন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: সভাপতি মোস্তফা আব্দুল্লাহ ফোন ০৪০৫ ৮৪৪ ০০৫ অথবা, সাধারণ সম্পাদক আনিস মজুমদার ফোন ০৪১১ ০২১ ৮৩৭
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সদস্য হওয়ার যোগ্যতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা এই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্য হতে পারবেন। নিম্নলিখিত ওয়েবসাইটের লিংক থেকে মেন্বারশিপ ফরম ডাউনলোড করে পূরণ করে নিদিষ্ট ফি ব্যাংকে জমা দিয়ে সদস্য হতে পারেন।
এমআরএম/এমকেএইচ